রংপুরে বৃষ্টি না হওয়ায় প্রখর রৌদ্রে জনজীবন নাজেহাল

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১৫ জুলাই, ২০২২, ২ years আগে

রংপুরে বৃষ্টি না হওয়ায় প্রখর রৌদ্রে জনজীবন নাজেহাল

রংপুরে বৃষ্টিপাত না থাকায় ও প্রখর রৌদ্রে অতিরিক্ত তাপমাত্রায় মানুষ নাজেহাল। সকালের দিকে তাপমাত্রা একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে প্রখর রোদ ও তাপমাত্রার কারণে রাস্তায় মানুষ বের হতে পারছে না।

এ্যাপে প্রদর্শিত তাপমাত্রা অনুযায়ী আজকের তাপমাত্রা ৩৫ ডিগ্রী দেখা গেছে। প্রখর তাপে কৃষক মাঠে কাজ করতে পারছে না। রাস্তায় বের হওয়া মানুষগুলো বলছেন যে এখন বর্ষাকাল। কিন্তু বেশ কিছুদিন থেকে একেবারেই বৃষ্টি নেই।

এছাড়া সারাদিন প্রখর রোদে এতটাই গরম যে তারা কোন কাজ করতে পারছেন না। দুপুর না হতেই শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন বৃষ্টিপাত না থাকায় তাপমাত্র বেড়ে গেছে। অতিরিক্ত তাপমাত্রার কারনে সকল শ্রেণী পেশার মানুষই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে।

কৃষক মাঠে কাজ করতে পারছেন না। অন্যান্য পেশার মানুষও অত্যন্ত গরমের কারণে রাস্তায় বের হতে পারছেন না। এমনকি প্রখর রোদের কারনে গরমজনীত রোগ দিন দিন বেরেই চলছে।

পত্রিকাএকাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news