দিনাজপুর থেকে ঝালকাঠির পথে ট্রাকে ৪০০ বস্তা চাল ছিনতাই

জেলা প্রতিনিধি, দিনাজপুর

১৬ জুলাই, ২০২২, ২ years আগে

দিনাজপুর থেকে ঝালকাঠির পথে ট্রাকে ৪০০ বস্তা চাল ছিনতাই

দিনাজপুর থেকে ট্রাক বোঝাই চাল নিয়ে ঝালকাঠি জেলায় যাওয়ার পথে চালককে আহত করে ৪০০ বস্তা চাল ছিনতাই হয়ে গেছে। চাল বহনকারী ট্রাক ও চালক উদ্ধার হলেও চাল গুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

ছিনতাইকৃত চালের মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা। এদিকে ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, তারা ট্রাক ও চালের খোঁজ নিতে গিয়ে হুমকির মুখে ফিরে এসেছেন।

দিনাজপুর জেলা ট্রাক ট‍্যাংকলরী কাভার্ট ভ‍্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বটতলী কেন্দ্রীয় টার্মিনাল উপ কার্যালয়ের ট্রাক ভাড়ার বন্দোবস্তকারী শ্রী বিপ্লব কুন্ডু জানান, ঝালকাঠি সদর উপজেলার আদিল মুড়ির মিলের মালিক তরিকুল ইসলাম চালবহনের জন্য ট্রাক ভাড়া চাইলে দিনাজপুর শহরের বড় বন্দর 'মা মনসা' ভান্ডারের মালিক সুবল ঘোষের সঙ্গে আলোচনা করে তিনি ট্রাক ভাড়া করে দেন।

দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড়ের যমুনা অটো রাইস মিল থেকে ৪০০ বস্তা মুড়ির চাউল নিয়ে ঝিনাইদহ জেলার সদর উপজেলার আরাপপুর গ্রামের মো: শরিফুল ইসলামের ছেলে গাড়ির মালিক ও চালক মো: আল আমীন হোসেন ঝালকাঠি আদিল মুড়ির মিলের উদ্দেশ্যে রওয়ানা দেন।

দুদিন পর চাল ক্রেতা মো: তরিকুল ইসলাম মোবাইল ফোনে বিপ্লব কুন্ডুকে জানান, চালের ট্রাক তার মিলে পৌঁছেনি। পরে অনেক খোঁজা খুঁজির পর জানা যায়, ট্রাকটি চাল নিয়ে কুষ্টিয়া পৌঁছলে খোশালবাড়ী নামক স্থানে চালক মো: আল আমীন হোসেনকে আহত করে কে বা কারা চাল গুলো ছিনতাই করে নিয়ে যায়। পরে চালককে আহত অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে পাওয়া যায়।

তিনি আরও জানান, খবর পাওয়ার পর চালকের সঙ্গে দেখা করতে গেলে চালকের ভগ্নিপতি ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের মো: জবেদ আলী মোল্লা তাদেরকে হুমকি প্রদান করেন। ট্রাকটি কুষ্টিয়া জেলার খোকমা থানায় আটক রয়েছে।

এ ব্যাপারে বিপ্লব কুন্ডু বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি জিটি করেছেন। জিডি নং-১৪৪৮। কোতোয়ালি থানার (ওসি) মোজাফফর হোসেন জিটির বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকৃত চাল উদ্ধারে পুলিশের ত‍ৎপরতা অব্যাহত রয়েছে।

পত্রিকাএকাত্তর /রায়হান কবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news