বানিয়াচংয়ে সংখ্যালঘুদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি

উপজেলা প্রতিনিধি, বানিয়াচং

১৬ জুলাই, ২০২২, ২ years আগে

বানিয়াচংয়ে সংখ্যালঘুদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বানিয়াচং শাখার উদ্যোগে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুলাই শনিবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলার বড়বাজার শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষণ রায়।

সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ স্বপন কুমার দাস, কাজল চ্যাটার্জি, বাদল ভট্টাচার্য, কৃষ্ণ দেব, ভানু চন্দ চন্দ, সঞ্জু দাস প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচংয়ের সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে সরকারের নিকট দাবি জানিয়ে বলেন,সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন বাস্তবায়ন করতে হবে।

এছাড়া সংখ্যালঘু কমিশন গঠন ও পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন,সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের ও দাবি জানিয়েছেন বক্তারা।

পত্রিকাএকাত্তর /রুমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news