খানসামা উপজেলার ৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর

১৮ জুলাই, ২০২২, ২ years আগে

খানসামা উপজেলার ৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের হলরুম থেকে চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের (পিআইও) কর্মকর্তা। নির্দেশনা অনুযায়ী দুস্থ ও অসহায় তালিকাভুক্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ঈদের আগেই বিতরণের কথা ছিল।

কিন্তু চেয়ারম্যানের অবহেলায় তা সম্ভব হয়নি। বিষয়টি উঠে আসে সোস্যাল মিডিয়া ফেসবুকে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের হলরুম থেকে ৩৪ চাল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার।

ঈদুল আযহা উপলক্ষে ওই ইউনিয়নের দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ঈদের আগে তালিকাভুক্ত সকল পরিবারের মাঝে বিতরণ করা হয়নি বলে জানা যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে চাল উদ্ধার করে উপজেলার পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব। পরে এই চাল ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্য বিনা মূল্যে চাল দিয়েছেন আর সেই চাল চেয়ারম্যান রেখে দিয়েছেন। সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্য এ কাজ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা এর বিচার চাই।

চাল উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ইউএনও রাশিদা আক্তার বলেন, ভেড়ভেড়ী ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদে রাখার অভিযোগ পেয়ে পরিষদ ভবনের হলরুম থেকে ৩৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, নির্ধারিত সময়ে তালিকাভুক্ত লোক না আসায় চাল বিতরণ করা হয় নাই। এখানে আত্মসাৎ করার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

পত্রিকাএকাত্তর /আজিজার রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news