চম্পাতলী বাজারে অটোরিকশা ছিনতাই

জেলা প্রতিনিধি, দিনাজপুর

১৮ জুলাই, ২০২২, ২ years আগে

চম্পাতলী বাজারে অটোরিকশা ছিনতাই

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৩ নং ফতেজংপুর ইউপির চম্পাতলী বাজারে অটোরিকশা ছিনতাই কালে জনগণের হাতে এক মাদকাসক্ত ছিনতাইকারী আটক।

মাদকাসক্ত ছিনতাইকারী ব‍্যক্তির নাম-মো: মনসুর আলী, পিতা - মো: শওকত আলী, বাড়ি-ঠাকুরগাঁও সদর। অটো রিক্সা চালক সূত্রে জানা যায়, রাবেয়া বাজার থেকে একটি গ‍্যাস সিলিন্ডার নিয়ে প্রথমে দেবীগঞ্জ বাজারে নামতে চায় রিজার্ভ নিয়ে। মাঝ রাস্তায় এসে ঝর্না নার্সারির সামনে এসে অটোরিকশা চালকের গলায় দেশীয় অস্ত্র ঠেকায় এবং তার কথা মতো যেতে বলে।

অটোরিকশা চালক ভীত হয়ে তার কথা মতো যাওয়ার সময় চম্পাতলী বাজারে এসে চিৎকার করলে বাজারের লোকজন আটক করতে গেলে তাদেরও মারতে আসে এক পর্যায়ে তাকে ধরে ফেলা হয়।সেসময় সে মাদকাসক্ত ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে চিরিরবন্দর থানা পুলিশের হাতে তাকে তুলে দেয় স্থানীয় জনগণ।

পত্রিকাএকাত্তর /রায়হানকবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news