জনাব মোঃ আলিমুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায়, জনাব মোঃ হাবিল হোসেন অফিসার ইনচার্জ, নগরকান্দা থানা, ফরিদপুরের সার্বিক সহায়তায় এসআই/ মোঃ ইলিয়াছ হোসেনের নেতৃত্বে নগরকান্দা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ভবুকদিয়া পাড়াদিয়া বটতলা সাকিনস্থ জনৈক ওহিদ মাতুব্বর(৪৭) পিতা- সিরাজদ্দিন মাতুব্বর এর মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে ২১/১২/২০২১ তারিখ রাত ০২.৪৫ ঘটিকার সময় স্থানীয় জনগনের সহায়তায় একটি ডাকাতি করার চেষ্টাকালে আসামী ১। ছলেমান মুন্সি(৪৫) পিতা- মৃত রব মুন্সি, ২। শরিফুল শিকদার(২৪) পিতা- আক্কাস শিকদার, উভয় সাং- ভবুকদিয়া, থানা- নগরকান্দা, ৩। সেলিম বিশ্বাস(৩১) পিতা- আবুল বিশ্বাস, ৪। জনি শেখ(২৫) পিতা- মৃত নৈমুদ্দিন শেখ, ৫। রায়হান বিশ্বাস(২৫) পিতা- বাচ্চু বিশ্বাস, সর্ব সাং- শোভারামপুর, ৬। শাহিন খান(৩২) পিতা- জালাল খান, ৭। ইয়াছিন মন্ডল(২২) পিতা- নবা মন্ডল, উভয় সাং- রঘুনন্দনপুর, সর্ব থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, ৮। হেমায়েত কাজী(৪০) পিতা- মতি কাজী, সাং- পোনা, থানা- কাশীয়ানি, জেলা- গোপালগঞ্জদের ঘটনাস্থল হতে গ্রেফতার করেন।
সোহেল মাহমুদ, ফরিদপুর প্রতিনিধি।