ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২৪ জুলাই, ২০২২, ২ years আগে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

বন্দর নগরী চট্টগ্রামে শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা রাত ৮টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন বশিরশাহ মাজার সংলগ্ন গাউসিয়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহতের বড় ভাই মো,মেহেদী এই প্রতিনিধি কে বলেন, রাস্তা দিয়ে আসার সময় গতি রোধ করে কয়েকজন ছিনতাইকারী ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,এই বিষয়ে আমি অবগত ছিলাম না। আপনার মাধ্যমে জেনেছি। আমি এখনই খোজ নিয়ে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।

স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা জানান ঐ স্পটে রেগুলার এই রকম ছিনতাই চাঁদাবাজির ঘটনা ঘটে প্রশাসন ও এই সব জানে, কিন্তু অদৃশ্য কারনে ঐ সব চিন্হিত মাদকাসক্ত, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজির লিডার দের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই না প্রশাসন।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news