অন্তঃসত্ত্বা অবস্থায় সিনেমার গানের শুটিং করলেন- মাহি


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৩/১০/২০২২, ৭:২৭ অপরাহ্ণ / ১১৫
অন্তঃসত্ত্বা অবস্থায় সিনেমার গানের শুটিং করলেন- মাহি

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যববসায়ী ও রাজনীতিক কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। মা হতে চলেছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা।অন্তঃসত্ত্বা অবস্থায় সিনেমার গানের শুটিং করলেন ।

বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমার বাকি থাকা দুটি গানের একটির দৃশ্যায়ণে অংশ নিয়েছেন তিনি। ১৭ ও ১৮ অক্টোবর সাভারের লোকেশনে একটি গানের শুটিং শেষ হয়েছে। তোমার আমার একটাই তো মন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও আকাশ মাহমুদ। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিবুর রহমান। আরেকটি গানের শুটিং হবে আগামী মাসের প্রথম দিকে।

মাহি বলেন , শুরুতে কক্সবাজারে গানের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু পরে জায়গা পরিবর্তন করা হয়। এ নায়িকা বলেন, খুব সাবধানতা অবলম্বন করেই শুটিং করলাম। গানে কোনো নাচ ছিল না। হেঁটে হেঁটে শুটিং করেছি। প্রথমে শুটিংয়ের লোকেশন ছিল কক্সবাজার। শরীরের কথা ভেবে জায়গা পরিবর্তন করে কাছাকাছি নেওয়া হয়েছিল লোকেশন। ছবিটির শুধু দুটি গানই বাকি ছিল। একটা শেষ করলাম। আগামী মাসের প্রথমে বাকিটা শেষ করব।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ