পুলিশের অভিযানে অস্ত্র ও চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২২, ১ year আগে

পুলিশের অভিযানে অস্ত্র ও চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার  ৩

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন ও রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন এর নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি দল রাউজান থানাধীন একাধিক স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে।

১৭ই আগষ্ট বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিরত আসামী- ১. মোহাম্মদ নুরুল আবছার (৪৩), ২. কামরুল হাসান টিটু (৫৫), ৩. গিয়াসউদ্দিন বাবলু ওরফে সাদ্দাম (৩০)’দেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে এবং তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বসতঘর তল্লাশি করে ০২ টি যুক্তরাষ্ট্র নির্মিত অত্যাধুনিক একে-২২ রাইফেল।

০১ টি ইতালি নির্মিত ৭.৬৫ পিস্তল, ০১ টি থ্রি নট থ্রি রাইফেল, ০১ টি এক নলা বন্দুক, ০১ টি এলজি, ৯৫ রাউন্ড একে-২২ রাইফেলের বুলেট (তাজা ৪৫ ও অচল ৫০), ০৮ রাউন্ড ৭.৬৫ এমএম বুলেট, ১০ রাউন্ড অজ্ঞাত অস্ত্রের বুলেট ও ১০ রাউন্ড শটগানের কার্তুজসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি হিরো হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়।

এ সংক্রান্তে রাউজান থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news