দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৮ আগস্ট, ২০২২, ২ years আগে

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ

২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ই আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ডোমার বাজার বাটার মোড় সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গন থেকে ডোমার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন।

ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সম্পাদক মণ্ডলীর সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মানিক প্রমুখ।

বক্তারা ২০০৫ সালের ১৭ই আগষ্ট বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় সারাদেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনার প্রেক্ষাপট প্রতিবাদ সমাবেশে তুলে ধরেন। তারা আরও বলেন, এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।

পত্রিকাএকাত্তর /আজমির রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news