সুন্দরগঞ্জে ৫ লাখ টাকার কারেন্ট জাল ভস্মিভূত

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

২৫ আগস্ট, ২০২২, ২ years আগে

সুন্দরগঞ্জে ৫ লাখ টাকার কারেন্ট জাল ভস্মিভূত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয় এবং তিস্তা নদী হতে ৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং তা ভস্মিভূত করা হয়েছে। বুধবার দিন ব্যাপী উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু বিশেষ অভিযান চালিয়ে উপজেলার হরিপুর খেয়াঘাট হতে বেলকা খেয়া পর্যন্ত অভিযান চালিয়ে ৬৭টি অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করে।

যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। ওই দিন বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের উপস্থিতিতে তা ভস্মিভূত করা হয়। উপজেলা প্রশাসন জানান, নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা ও নিচু জলাশয় সমূহে দেশীয় মাছ রক্ষায় এইসব অবৈধ কারেন্ট জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

পত্রিকাএকাত্তর /হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news