চুয়াডাঙ্গা সদর থানাধীন কিরণগাছি গ্রামের মোঃ সিদ্দুিকুর রহমানের স্ত্রী মোছাঃ ফরিদা খাতুন ঝিনাইদহ সিআর মামলা নং-২৬১/২২ এর দীর্ঘদিনের পলাতক আসামী।
উক্ত আসামীকে আদালতে হাজির হওয়ার জন্য বারবার আদালত নোটিশ করা সত্বেও হাজির না হয়ে পলাতক থাকে। বিজ্ঞ আদালত বিচারিক কার্যক্রম তরান্বিত করতে আসামীর অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত এএসআই(নিঃ)/ মোঃ আশরাফুজ্জামান ৩১.১০.২০২২ তারিখ বিকাল ০২:৩০ ঘটিকায় সঙ্গীয় ফোর্সসহ পলাতক আসামীর অস্থাবর সম্পত্তি ক্রোক করতঃ থানা মালখানায় হেফাজতে রাখেন এবং বিজ্ঞ আদালতকে অবহিত করেন।
পত্রিকা একাত্তর / তারিকুর রহমান
আপনার মতামত লিখুন :