সারাদেশে চলছে শীতের মৌসুম। আমাদের ত্বক যেমনই হোক, শীত আসার সঙ্গে সঙ্গে আমাদের ত্বক রুক্ষ হতে থাকে। ফলে আমাদের ঠোঁট রুক্ষ হয়ে যায়, ফেটে যায়, ঠোঁটের চামড়া উঠে ন্যাচারাল কালার হারিয়ে যায়। এই শীতে ঠোঁটের বাড়তি যত্নে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় জেলা পুলিশের সকল সদস্যকে ‘লিপজেল’ পৌঁঁছে দেন।
পুলিশ সুপার বলেন, গরম শেষে শীতের শুরুতে আবহাওয়া জনিত কারণে অনেকেই ঠান্ডা, সর্দিতে ভোগে। তাই শীতের এ মৌসুমে সকল পুলিশ সদস্যকে শীতবস্ত্র (ফুলহাতা ইউনিফর্ম, পুলিশ জ্যাকেট) পরিধান করে সতর্কতার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
পত্রিকা একাত্তর / তারিকুর রহমান
আপনার মতামত লিখুন :