পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রীর ও শাশুড়িকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী পলাতক
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে স্বামী ওবায়দুল হক খান বাদল (৪৫) তার স্ত্রী ফরিদা বেগম (৭০) এবং শাশুড়ি চম্পা বেগম (৩৫)কে গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকেই বাদল পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদল আগে তিনটি বিয়ে করেছেন এবং সর্বশেষ এ বছরের ১৬ এপ্রিল চম্পা বেগমকে বিয়ে করেন। এর পর থেকে তারা একসঙ্গে বসবাস করতে থাকেন। সোমবার রাতে হঠাৎ করে তার ছেলে ইয়াসিন ঘুম থেকে উঠে চাপা শব্দ শুনতে পান এবং পাশের রুমে গিয়ে রক্তাক্ত বিছানা ও মেঝে দেখে দুজনের লাশ পড়ে থাকতে দেখেন। এরপর তিনি প্রতিবেশীদের খবর দেন।
চম্পার মামাতো বোন নাছিমা ঘটনাস্থলে এসে চম্পার শরীরে আগুন জ্বলতে দেখে, দ্রুত পানি ঢেলে আগুন নিভিয়ে দেন। তবে, হত্যার কারণ সম্পর্কে পুলিশ কিংবা নিহতের পরিবার কিছু জানাতে পারেনি।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, পলাতক আসামি বাদলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।