নানা বাড়িতে বেড়াতে এসে বাড়িতে ফেরা হলোনা সায়মার

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৯ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

নানা বাড়িতে বেড়াতে এসে বাড়িতে ফেরা হলোনা সায়মার
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

নীলফামারীর ডোমার উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে মাইক্রোবাসের ধাক্কায় সায়মা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯শে জানুয়ারী) উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সুত্রে জানা যায়, ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সংঘটিত দুর্ঘটনায় একই ইউনিয়নের মেলাপাঙ্গা এলাকার সবদের আলী'র কন্যা সায়মা আক্তার (৮) সকাল ১১টায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ভর্তিরত অবস্থায় সায়মার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায় জানান, জরুরী বিভাগে ভর্তির কিছুক্ষণ পরেই মাথায় গুরুতর আঘাতজনিত কারণে শিশু সায়মা আক্তারের মৃত্যু হয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news