ডোমারে ভ্রাম্যমাণ আদালতে বেকারি মালিককে জরিমানা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২০ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে বেকারি মালিককে জরিমানা
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

নীলফামারীর ডোমার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে এক বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক মটরসাইকেল আরোহী ও মাস্কহীন ৪ ব্যক্তির থেকে জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২০শে জানুয়ারী) ডোমার উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম।

আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দোষীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। এছাড়া আদালত পরিচালনায় সহযোগিতায় করেন—ডোমার থানার এসআই কমলেশ চন্দ্র বর্মণ, এএসআই গোলাম মোস্তফা।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটিং অফিসার মো. আল-আমিন রহমান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর ৫৩ ধারায় বেকারি মালিক মো. রোস্তম আলীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, সড়ক পরিবহন আইন–২০১৮ এর ৬৬ ধারায় এক মটরসাইকেল আরোহীকে ৫’শ টাকা জরিমানা এবং মুখে মাস্ক না পড়ায় ৪ ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৮’শ টাকা সহ সর্বমোট ১১ হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করা হয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news