আইন অমান্য করে দোকানে সিগারেটের বিজ্ঞাপন প্রচারণা করা, সড়ক আইন না মানা ও মুখে মাস্ক না পড়ায় নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (২৩শে জানুয়ারী) সকালে উপজেলার ডোমার ডাকবাংলো এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় তিন দোকান মালিককে আইন অমান্য করে সিগারেটের বিজ্ঞাপন প্রচারণা করায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ এর ৫(ছ) ধারায় ৫০০ টাকা করে ১ হাজার ৫০০ টাকা, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৬৬ ধারায় ৪ মোটরসাইকেল আরোহীকে ৫০০ টাকা করে ২ হাজার টাকা এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় মুখে মাস্ক না পড়ায় ৫ ব্যক্তিকে ২০০ করে ১ হাজার সহ মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসাবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। এছাড়া আদালত পরিচালনায় সহযোগিতা করেন ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।
পত্রিকা একাত্তর/ আজমির রহমান রিশাদ