নীলফামারীতে ট্রেন–অটো সংঘর্ষে নিহত ৩, আহত ৫

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৬ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

নীলফামারীতে ট্রেন–অটো সংঘর্ষে নিহত ৩, আহত ৫

নীলফামারীতে ট্রেন–অটো সংঘর্ষে তিন নারীর মৃত্যু ও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬শে জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ৩ ব্যক্তিই উত্তরা ইপিজেডের নারী শ্রমিক ছিলেন।

নিহতরা হলেন—রোমানা আকতার (৩৫), সায়েরা বেগম (৩৩) এবং শেফালী বেগম (৩৪)। এছাড়া আহতরা হলেন—মিনা পারভীন, নাসরিন আক্তার, কুলসুমা, অহিদুল ইসলাম ও রওশন আরা। নিহত ও আহত সকলের বাড়ি সদর উপজেলার সোনারায় ইউনিয়নে।

ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক আমির আলী বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। এছাড়া আহত তিনজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে এবং দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, ‘অটোরিকশায় ৮ জন যাচ্ছিলেন উত্তরা ইপিজেডে। কুয়াশার কারণে বুঝতে না পারায় লেভেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেন দুর্ঘটনায় পড়েন তারা।’

উল্লেখ্য, গত দেড় মাস আগেও নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনসহ চারজন নিহত হয়েছিল। গত ৮ ডিসেম্বর নীলফামারী সদরের বৌ-বাজার মনসাপাড়ায় ওই দুর্ঘটনা ঘটেছিল।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news