হাজার হাজার একর সম্পত্তি দান চাষ থেকে বঞ্চিত


জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশের সময় : ০৯/১১/২০২২, ১০:২১ অপরাহ্ণ / ৯৬
হাজার হাজার একর সম্পত্তি দান চাষ থেকে বঞ্চিত

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কারো এক শতাংশ জায়গা যাতে অনাবাদি না থাকে, এমনকি বাড়ীর আঙ্গিনাও যেন এক টুকরো জমি খালি না থাকে। ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবায় অবস্থিত পাকিস্তানী মিল এর দূষিত রঙের পানিতে ২০০৯ সাল থেকে ভরাডোবা, পুরুড়া, রাংচাপড়া, ভাটগাঁও, গোয়ারী, ভাওয়ালীয়া বাজু, মেদিলা, কুল্লাব, আশকা, মিরকা সহ আরো বেশ কিছু গ্রামের কয়েক হাজার কৃষক, হাজার হাজার একর জমি প্রায় ১৪ বছর যাবত ধান চাষ করতে পারে না।

পাকিস্তানী মিলের দূষিত রঙের পানির কারণে, এই ভয়াবহ অবস্থা হয়েছে , এই সকল জমি গুলোতে ধান চাষ করতে পারলে প্রতি বছর প্রায় ১০ হাজার টন ধান উৎপাদন করা সম্ভব হতো।

সরকার যেখানে কৃষি খাতে উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছে, আর একটা মিলের কারণে এই অঞ্চলের মানুষ গুলো ধুকে ধুকে খেয়ে না খেয়ে জীবন পার করছে। এ সকল বিলের আশে পাশে যাদের বাড়ী আছে, তাদের বিলে জমি না থাকলেও সারা বছর বিলের মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারতো।

এখম মাছ তো দূরের কথা পোকা মাকড় বসবাস করতে পারে। আর মানুষের বিভিন্ন রোগ ব্যাধী তো আছেই। আমরা কোন ইন্ডাস্ট্রির বিপক্ষে না, আমরা চাই এর সুষ্ঠু সমাধান।

পত্রিকা একাত্তর / ভালুকা