আলোচনায় এসে সমালোচিতও কম হতে হয়নি বগুড়ার ঔ 'আশরাফুল হোসেন আলম' ওরফে হিরো আলম কে। তবে এই সমালোচনাকে নিজের দূর্বলতা না বানিয়ে সক্ষমতা বানিয়েছেন তিনি। এখন সমালোচনা দিয়েই আলোচনায় থাকেন তিনি। মূলত হিরো আলমকে নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না।
তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ বছর তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পাবে। এছাড়া আরও পাঁচটি সিনেমার কাজ চলমান রয়েছে।
শিল্প সমিতির নির্বাচন সামনে নিয়ে কয়েকদিন আগেই হিরো আলম কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল।
তবে হঠাৎ করে সিনেমা নির্মাণ বন্ধ এবং এফডিসিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম। সোমবার (৩১ জানুয়ারি) সকালে পত্রিকা একাত্তরকে তিনি এ কথা বলেন।
হিরো আলম বলেন, ‘গতকাল (রোববার) থেকে চিন্তা-ভাবনা করলাম। নিজের কাছে প্রশ্ন করালাম। তারপর সিদ্ধান্ত নিলাম, আমি আর কোনোদিন এফডিসিতে যাবো না। কোনো চলচ্চিত্র নির্মাণ করবো না। কেননা সুশীলসমাজ আমাকে মেনে নিতে পারে না। আবার এফডিসির লোকজন আমাকে নিতে পারছে না। তারা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত করে যাচ্ছে আমাকে।’
তিনি বলেন, ‘আমি সবসময় সবার জন্য কথা বলি। এখন থেকে আর বলবো না। আমি সিনেমাকে ভালোবাসি। আমার ব্যবসা, ইউটিউব, কনসার্ট থেকে যে টাকা আয় করি তা দিয়ে সিনেমা তৈরি করছি। কিন্তু এফডিসির কিছু লোক বলছে আমি সিনেমাকে নষ্ট করে ফেলছি। তাই আমার সঙ্গে ভালো কোনো শিল্পীর কাজ করতে দেয় না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম কোনো সিনেমা করবো না।