১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২'

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩১ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে  'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২'

আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২। দেবাশীষ বিশ্বাস পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির প্রথম চলচ্চিত্র।

প্রযোজনা প্রতিষ্ঠান সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির মুক্তির তথ্য জানান। গত বছর আমরা ভালোবাসা দিবসে চলচ্চিত্রটি মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। বর্তমানে সাধারণ মানুষ ব্যাপক হারে টিকা গ্রহণ করায় আমরা সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি দর্শকরা স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহে আসবেন এবং দারুণ উপভোগ করবেন।

সিনেমার মুক্তি উপলক্ষ্যে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু সাহেবের জীবনের শেষ সিনেমা হিসেবে বিশেষ ভাবে তাকে স্মরণ করছি। ভালোবাসা দিবসের দর্শকরা যে ধরণের সিনেমা দেখছে চায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ধরণের সিনেমা।

শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ সিনেমাটিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস,বাপ্পি চৌধুরী, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ আরও অনেকে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news