শুক্রবার আরটিভিতে প্রচার হবে একক নাটক "ফেক হ্যাসব্যান্ড"

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

শুক্রবার আরটিভিতে প্রচার হবে একক  নাটক "ফেক হ্যাসব্যান্ড"
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

শুক্রবার রাত ৮ টায় আরটিভিতে প্রচারিত হবে মিটু রায়ের পরিচালনায় একক নাটক "ফেক হ্যাসব্যান্ড"।

নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল চিত্রগ্রহণে ছিলো মিঠু মনির, মিউজিকে আভরাল শাহির, এডিটে আকাশ এবং সহকারী পরিচালনায় লাভলু রহমান, রিত্তিক সরকার। নাটকটি প্রয়োজনায় রয়েছে ক্রিয়েটিভ মিডিয়া ফ্যাক্টরী পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন আবিদ হোসেন।

অভিনয়ে সাদিয়া জাহান প্রভা, মনোজ প্রামাণিক, কাজী উজ্জ্বল, পিন্টু আকনজ্বী, খায়রুল আলম টিপু, শারমীন সুলতানা শর্মী, কাজি সালিমুল হক কামাল, জান্নাতুল শ্রাবণী, রাইসুল ইসলাম, বরশা, রিংকু শেখ, স্বপন আহমেদ, মিজান রহমান, নয়ন, রাফি আহমেদ উৎস সহ আরো অনেকে।

পত্রিকা একাত্তর/নয়ন কুমার বর্মন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news