ভালোবাসা দিবসে মুক্তি পাবে চমক তারার 'রৌদ্র ছায়া'

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১২ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

ভালোবাসা দিবসে মুক্তি পাবে চমক তারার 'রৌদ্র ছায়া'

আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে চমক তারার ‘রৌদ্র ছায়া’ শিরোনামের নতুন একটি মিউজিক্যাল ফিল্ম মুক্তি পাবে ।

এই মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হিসাবে জুঁটি বেধেছেন বর্তমান তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল-অভিনেত্রী চমক তারা-শাহেন শাহ্। কাজী জামাল এর কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন বেলী আফরোজ। ‘রৌদ্র ছায়া’ মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন প্রিন্স খান। সম্পাদনা করেছেন আশরাফুল আলম। পোষ্টার ডিজাইন আকতারুল আলম তিনু।

চমক তারা বলেন, 'রৌদ্র ছায়া' মিউজিক্যাল কক্সবাজার এর বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ণের মাধ্যমে গানটির কাজ শেষ করেছি। আশা করি মিউজিক্যাল ফিল্ম টি সবার ভালো লাগবে।

গানটি প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চমক তারার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news