বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৬ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উপমহাদেশর প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাপ্পি লাহিড়ির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি আরও লিখেছেন এর থেকে খারাপ খবর কিছু হতে পারে না। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।

প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল প্রধানমন্ত্রী মোদীর। তিনি লিখেছেন বাপ্পি লাহিড়ীর সঙ্গীত অতুলনীয় ৷ সব প্রজন্মের মানুষই তাঁর গানের সঙ্গে একাত্ম হতে পারেন ৷ অত্যন্ত ভাল স্বভাবের মানুষটিকে আমরা সবাই মিস করব ৷ ওঁর মৃত্যু সংবাদে শোকাহত ৷ পরিবারের প্রতি সমবেদনা রইল ৷

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যান বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

১৯৫২ সালের ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি লাহিড়ী। এরপর দীর্ঘদিন বাংলা এবং হিন্দি ছবির গান গেয়ে শ্রোতাদের মন মাতিয়েছিলেন তিনি।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news