বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কপোরেশনের (বিএফডিসি) ঝর্ণা স্পট সিনেমাপ্রেমীদের কাছে নানা কারণে বেশ জনপ্রিয়। অযত্নে এত দিন সেখানে জমেছিল ময়লা-আবর্জনার স্তূপ। ১৮ ফেব্রুয়ারি হঠাৎ পাল্টে গেছে চিত্র তার চিত্র। ঘষেমেজে পরিষ্কার, থরে থরে সাদা-লাল শাপলা ফুলে সাজানো হয়েছে। কৃত্রিম ঘাস লাগানোর পাশাপাশি গাছগুলোতে রং করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এমন পরিবর্তনের কারণ হিসেবে জানা গেছে, শুক্রবার রাতে সেখানে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার একটি গানের শুটে অংশ নিয়েছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। বিখ্যাত ‘পাগল মন’ গান নতুন করে রিমেক করা হয়েছে। গানটির মিউজিক করেছেন বেদ আহম্মেদ কিছলু। কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা।
সিনেমাটির একটি গানের মাত্র এক মিনিটের দৃশ্যের জন্য ৩ লাখ টাকা খরচ করেছেন। শুটিং সেট বানিয়েছেন ফরিদ হোসেন।
ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাসের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তরুণ প্রজন্মের আলোচিত নায়ক জয় চৌধুরী। সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায়।
এ সিনেমায় আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা