দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বলিউডের অভিনেত্রী জাহ্নবী কাপূর। ‘ধড়ক’ ছবির মাধ্যমে অভিষেক হওয়া জাহ্নবী কাপুর বলিউডে অনেক ছবিতে কাজ করেছেন।
জাহ্নবীর দক্ষিণী অভিষেকের খবর অনেক দিন ধরেই মিডিয়ার শিরোনামে রয়েছে। যদিও, অতীতে জাহ্নবীর বাবা বনি কাপুর তার দক্ষিণী অভিষেকের কথা অস্বীকার করেছিলেন। এখন আবারও জাহ্নবীর দক্ষিণী অভিষেকের খবর সামনে আসছে। দাবি করা হচ্ছে অভিনেতা জুনিয়র এনটিআরের বিপরীতে জুটি বাঁধবেন জাহ্নবী।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জাহ্নবীকে দক্ষিণের অভিনেতা জুনিয়র এনটিআর-এর বিপরীতে দেখা যাবে। এই ছবির নাম এখনও ঠিক হয়নি৷ বর্তমানে এটিকে বলা হচ্ছে ‘এনটিআর ৩০’। এই ছবিটি পরিচালনা করছেন কোরাতলা শিভা। দাবি করা হচ্ছে, এই মাসের শেষ নাগাদ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হবে এবং মার্চ থেকে এর শুটিং শুরু হবে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :