তরুণ লেখক আল হাসান মিলাদ এর নতুন বই 'স্ট্রাগল'

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

তরুণ লেখক আল হাসান মিলাদ এর নতুন বই 'স্ট্রাগল'

আল হাসান মিলাদ একাধারে একজন লেখক, কবি, সাংবাদিক, স্ক্রিপ্ট রাইটার, ড্রামা রাইটার, গীতিকার, মিউজিক রাইটার ও সোশ্যাল ওয়ার্কার।তিনি ১১ ই ফেব্রুয়ারী ২০০০ সালে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম মোঃ বদরুল ইসলাম এবং মায়ের নাম শিল্পী বেগম।

আল হাসান মিলাদ এর ১ম বই এটি। তিনি বাংলাদেশের জাতীয় পএিকায় লেখালেখি করেন। তাছাড়া অনলাইন নিউজ এ ও বিভিন্ন বিষয়ের উপর কলাম লিখে থাকেন। দেশের উপর প্রভাব, দেশের উন্নতি, অবনতি নিয়ে পএিকায় কলাম লিখেন। আল হাসান মিলাদ রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে জেএসসি ও ২০১৮ সালে এসএসসি পাশ করেন পাশ করেন। তারপর সৈয়দ নবীব আলী কলেজ থেকে ২০২০ সালে এইচ এস সি পাশ করেন।

স্ট্রাগল বইটি নিয়ে ইতিমধ্যে অনেক লেখকই প্রতিক্রিয়া দিয়েছেন, যার মধ্যে অন্যতম দীপু আহমেদ ও ব্রিটিশ লেখক জর্জ মার্টিন। স্ট্রাগল বইটি মূলত একজন ব্যাক্তির জীবনের ঘটে যাওয়া ঘটনা থেকে নেওয়া হয়েছে, বইটি বাংলাদেশ ছাড়া লন্ডন এ প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তাই এই বইটির জন্য লন্ডন এর লেখক জর্জ মার্টিন প্রতিক্রিয়া দিয়েছেন।

ইংল্যান্ড এর লেখক জর্জ মার্টিন বলেন বইটি অত্যন্ত সুন্দর করে সাজানো, তাই বইটি আমার কাছে খুব ভালো লাগছে, এত কম বয়সে এইরকম একটা বই লিখেছেন বাংলাদেশি এই লেখক। জর্জ মার্টিন মার্টিন বলেন বইটি আমি যখন পড়লাম আমার কাছে মনে হয়েছিল যেন আমি একটি ফিল্ম এর গল্প পড়ছি।লন্ডন এর বইমেলায় বইটি প্রকাশ করার কথা জানিয়েছেন ব্রিটিশ এই লেখক।

বইটি কার জীবন নিয়ে জানতে হলে বইটির লেখক আল হাসান মিলাদ বলেন, স্ট্রাগল বইটিতে যার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে, তিনি কিভাবে একটা সংগ্রাম করে জীবনে সফল হয়েছেন তার ব্যাখা দেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত উনার নামটি বলা যাচ্ছে না উনার অনুমতি না থাকায় বইটিতে এইরকম কোন তথ্য তুলা হয়নি উনার নাম বা কোন ঠিকানা।

পত্রিকা একাত্তর/ আল হাসান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news