সড়ক দুর্ঘটনার আহত হয়ে হাসপাতালে ভর্তি ভুবন বাদ‍্যকর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১ মার্চ, ২০২২, ৩ years আগে

সড়ক দুর্ঘটনার আহত হয়ে হাসপাতালে ভর্তি ভুবন বাদ‍্যকর

বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম...।ভুবন বাদ্যকরের এই গান শোনেননি এমন মানুষ নেই বললেই চলে।

কাঁচা বাদাম খ‍্যাত ভুবন বাদ‍্যকরেরগাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুবনকে। শরীরের একাধিক জায়গায় তাঁর আঘাত লেগেছে বলে খবর। চিকিৎসাধীন রয়েছেন ভুবন। ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন ভুবন বাদ‍্যকর। সম্প্রতি একটি সেকেন্ড হ‍্যান্ড চারচাকা কিনেছিলেন তিনি। সেটাই চালানো শিখছিলেন তিনি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে ভুবনের গাড়ি। বুকে ও মুখে গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভুবনকে। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর বুকের এক্স রে করা হচ্ছে বলে খবর। ভুবন বাদ‍্যকরের হঠাৎ এমন দুর্ঘটনার খবরে চিন্তায় তাঁর অনুরাগীরা। দ্রুত সুস্থ হয়ে উঠুন ‘বাদাম কাকু’ এমনটাই প্রার্থনা করছেন ভক্তরা।

এক সময় ভারতের ঝাড়খন্ড, বর্ধমান, ভীরভূমে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন ভুবন। গানের সুরে বিক্রি করতেন কাচা বাদাম। কিন্তু তার গাওয়া গান ভাইরাল হওয়ার পর এখন সেটি প্রায় বন্ধ। তাকে দেখলেই গান শোনানোর বায়না ধরে সবাই।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news