ফের নতুন সিনেমা জুটি বাঁধলেন অপু বিশ্বাস-জয় চৌধুরী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১ মার্চ, ২০২২, ৩ years আগে

ফের নতুন সিনেমা জুটি বাঁধলেন অপু বিশ্বাস-জয় চৌধুরী

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় জুটির বেধে অভিনয় করেছেন। ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

ফের দ্বিতীয় বারের মতো জয় চৌধুরী-অপু বিশ্বাস নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। সিনেমার নাম 'ট্রাপ’ (দ্য আনটোল্ড স্টোরি)। পরিচালনা করছেন দ্বীন ইসলাম।

জয় চৌধুরী বলেন- অপু দিদি আর আমি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এফডিসিতে ২ মার্চ বুধবার থেকে ছবিটির শুটিং শুরু হবে। আজ আমি আর অপু বিশ্বাস ফটোশুট করছি। এফডিসি ও অন্যান্য লোকেশেন মিলিয়ে ১৫ মার্চ পর্যন্ত ট্র‍্যাপের শুটিং হবে।

অপু বিশ্বাস বলেন, প্রথমবার সাইন্স ফিকশন ধাঁচের গল্পের ছবিতে অভিনয় করছি। গল্পটিতে দারুন মেসেজও রয়েছে। এই সময়ে হ্যাকিং এর শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই। গল্পে এটিই উঠে আসবে। আশা করি দর্শকদের গল্পটি পছন্দ হবে।

'প্রেম প্রীতির বন্ধন' সিনেমায় জয় চৌধুরী ও অপু বিশ্বাস ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। আগামী রোজা ঈদে মুক্তি দিতে পারে বলে জানা যায়।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news