শ্রদ্ধা কাপুর একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী, যিনি মূলত বলিউডে কাজ করে থাকেন। ১৯৮৭ সালের ৩ মার্চ মহারাষ্ট্রের মুম্বই-তে জন্মগ্রহণ করেন শ্রদ্ধা কাপুর এবং সেখানেই তিনি বড় হয়েছেন। জনপ্রিয় বলিউড অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা এবং তাঁর মা শিবাঙ্গি কাপুর। শ্রদ্ধা কাপুর জামনা বাঈ নারসি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেছেন। তারপরে তিনি মুম্বইয়ের আমেরিকান স্কুল অফ বোম্বে-তে ভর্তি হন। সেখানে তাঁর স্কুল মেট ছিল অভিনেত্রী আথিয়া শেট্টি এবং অভিনেতা টাইগার শ্রফ।
ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রদ্ধা কাপুর। বর্তমানে তরুণ সমাজের কাছে তিনি জনপ্রিয় হট নায়িকা। তিনি কেবল তাঁর অভিনয়ের দক্ষতায় নয়, পাশাপাশি তাঁর সুরেলা কণ্ঠ এবং অত্যাশ্চর্য নৃত্যের চালচলন ও ফ্যাশনেও আমাদেরকে মুগ্ধ করেছেন।শ্রদ্ধা কাপুর অতি অল্প সময়ের মধ্যেই বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন। চলচ্চিত্র জগতে প্রবেশের পর থেকে তিনি গায়িকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে একাধিক ভূমিকা পালন করছেন। তিনি বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে একজন। আজ, ৩ মার্চ তাঁর জন্মদিন উপলক্ষ্যে আসুন জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য
তিনি ২০১০ সালে টিন পাট্টি চলচ্চিত্রে একটি সংক্ষিপ্ত ভূমিকায় প্রথম অভিনয় করেন এবং পরবর্তীতে ২০১১ সালে লাভ কা দ্য ইন্ড চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন।এরপর ২০১৩ সালে, মোহিত সুরি-র রোমান্টিক ছবি আশিকী-২ ১৯৯০-এর চলচ্চিত্র আশিকী-র সিক্যুয়াল ছিল তাঁর জীবনের অন্যতম মোড়। আদিত্য রয় কাপুরের সঙ্গে এই ছবিতে অভিনয় করার পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয়, আদিত্য-শ্রদ্ধা জুটি, ছবির প্রত্যেকটি গান সমস্ত কিছুই অত্যন্ত প্রশংসিত হয়েছিল। দর্শকের মনে এই ছবিটি অন্য জায়গা করে নিয়েছিল। এটিই তাঁকে বড় মাপের সেলিব্রিটি হতে সাহায্য করে। পরবর্তী সময়ে মোহিত সুরির সঙ্গে পুনরায় তিনি কাজ করেন 'এক ভিলেন' (২০১৪) চলচ্চিত্রে। সেখানে তাঁর গাওয়া 'গলিয়া' গানটি জনপ্রিয় হয়েছিল।
আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা