দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর চারটার দিকে হায়দরাবাদে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, ইন্দিরা দেবী গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মারা যাওয়ার আগে তাকে কিছু সময়ের জন্য ভেন্টিলেটরে রাখা হয়েছিল মহেশ বাবুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুপারস্টার কৃষ্ণার স্ত্রী এবং সুপারস্টার মহেশ বাবুর মা শ্রী ঘট্টামানেনি ইন্দিরা দেবী সকালে মারা গেছেন। সকাল ৯টা থেকে তার মরদেহ পদ্মালয় স্টুডিওতে রাখা হয়েছে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :