বিশ্ব নারী দিবস উপলক্ষে চ্যালেঞ্জিং দুটি চরিত্রে রাজ রিপা-ফারিন খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৮ মার্চ, ২০২২, ৩ years আগে

বিশ্ব নারী দিবস উপলক্ষে চ্যালেঞ্জিং দুটি চরিত্রে রাজ রিপা-ফারিন খান

বিশ্ব নারী দিবস উপলক্ষে নির্মাতা আবু রায়হান জুয়েল নির্মাণ করেছেন ওভিসি। আর এই ওভিসিতে অভিনয় করেছেন বর্তমান তরুণ প্রজন্মের অভিনেত্রী রাজ রিপা ও ফারিন খান।

ওভিসিতে নারী ক্রিকেটারের অনবদ্ধ এগিয়ে যাওয়ার চরিত্রে অভিনয় করতে দেখা দেখা গিয়েছে অভিনেত্রী রাজ রিপাকে এবং পর্বতারোহীর চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী ফারিন খান-কে। ওভিসির শ্যুটিং চট্রগ্রামের সীতাকুণ্ডে হয়েছে।

নির্মাতা জানান, বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে আরএফএল গ্যাস স্টোভের সৌজন্যে।

নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, চ্যালেঞ্জিং দুটি চরিত্র। দারুণভাবে ফুটিয়ে তুলেছেন রাজ রিপা ও ফারিন। অভিনয় করতে গিয়ে দুজনেই চোট পেয়েছেন। আন্তর্জাতিক নারী দিবসের একটি অনলাইন বিজ্ঞাপনে তারা ক্রিকেটার ও পর্বতারোহী রূপে হাজির হয়েছে। মঙ্গলবার ৮ মার্চ বিশ্ব নারী দিবসের প্রথমান্তেই আর এফ এল গ্যাস স্টোভ এর পেইজেই ভিডিওটি অবমুক্ত হয়েছে।

আবু রায়হান জুয়েল সর্বশেষ ২০১৬ সালে নির্মাণ করেছিলেন ধারাবাহিক 'বিউটি বোর্ড’। মাঝে টিভিসি, ওভিসি ও ডকুমেন্টারি নির্মাণ করলেও নাটক নির্মাণ করেননি।

এদিকে তার ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় জুটি বেঁধেছেন পরীমনি ও সিয়াম। লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির সহ-প্রযোজনায় আছে বঙ্গ।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news