বলিউড সুপারস্টার সালমান খান বর্তমানে তার নিজের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির প্রচারের জন্য দুবাই গিয়েছিলেন। সেই মহুর্তে সালমান সেখানেই সরাসরি তার বিয়ের প্রস্তাব পান।
সালমান খান দুবাই গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন গায়ে মেরুন শার্ট এবং কালো প্যান্টে সালমান খান দুবাই গিয়ে সকল অনুরাগীদের সামনে হাজির হন। তাকে তার অনুরাগীরা সরাসরি চোখের সামনে দেখে অনেক উচ্ছ্বসিত। সেখানে সালমানের চারপাশে ঘিরে অনুরাগী নারীদের উচ্ছ্বাসটা ছিল এক নজর চোখে পড়ার মতো।
সেই ভিড়ের মধ্যে একজন তরুণী অনুরাগী সালমান খানের সামনে উঠে দাঁড়িয়ে বললেন, সালমান, মুঝসে শাদি করোগে? (তুমি কি আমাকে বিয়ে করবে) এই সুন্দরী তরুণীর এ রকম প্রস্তাবে কী জবাব দেবেন সালমান তা বুঝে উঠতে পারছিলেন না।
তবে ঠিক সেই সময়ের মধ্যে আর একজন বললেন, সালমান তুমি কি কখনোই বিয়ে করবে না। এই প্রশ্নের সাথে সাথে মাথা নেড়ে সম্মতি জানায় বলিউড তারকা সালমান।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :