দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা হাইসুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে নিজ বাসা থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এ গায়িকার সুইসাইড নোট এটি।
দক্ষিণ কোরিয়ার অনলাইন নিউজ পোর্টাল নাভের এই খবর প্রকাশ করেছে।
হাইসুর মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে তাঁর গানের দল, গতকাল ১৫ মে। ব্যান্ডের বিবৃতিতে বলা হয়, হাইসু গত ১২ মে মারা গেছেন। খুবই ছোট করে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গায়িকাকে নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ব্যান্ড দলটি।
পুলিশ বলছে, ১২ মে একটি বাসভবনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া গেছে যে মৃত ব্যক্তি গায়িকা হাইসু, যার প্রকৃত নাম কিম আরা।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :