আজ অভিনেত্রী চাঁদনী’র জন্মদিন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৮/০৫/২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ /
আজ অভিনেত্রী চাঁদনী’র জন্মদিন

মেহবুবা মাহনূর চাঁদনী হলেন একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। চার বছর বয়সে চাঁদনী নৃত্যু শেখা শুরু করেন। তিনি হিরুর অধীনে ভারতনাট্যম, আধুনিক এবং বাংলাদেশী নৃত্য শেখেন। বিটিভিতে প্রচারিত নতুন কুঁড়িতে দলগত নাচে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন।

১৯৯৪ সালে দুখাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। নৃত্যের মাধ্যমে পরিচিত পাওয়া চাঁদনী ২০১২ সালে ব্রুনাইয়ের ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্রুনাই দারুস্‌সালামে বাংলাদেশী সম্প্রদায়ের একজন হিসেবে নৃত্য পরিবেশন করেন।

মডেল এবং অভিনেত্রী মূলত নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় থেকে চলচ্চিত্রে আসেন। ‘দুখাই’ চলচ্চিত্রে কাজের সাফল্য নিয়ে তার যে পথচলা শুরু হয়েছিল, পরে ‘লালসালু’ এবং পরিণত বয়সে এসে ‘জয়যাত্রা’ চলচ্চিত্রে কাজ করে বড় পর্দায় নিজের জয়যাত্রা অব্যাহত রেখেছেন। অভিনয় করেছেন মন ছুঁয়ে যাবার মতো অসংখ্য নাটক-টেলিফিল্মে। কিছু বিজ্ঞাপনেও দেখা গেছে তার সরব উপস্থিতি। চলচ্চিত্রে অভিনয়ের কারণে তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। চাঁদনী পড়াশোনা করেছেন ঢাকা সিটি কলেজে। তিনি মার্কেটিং এ এম কম ডিগ্রি অর্জন করেছেন।

আজ এই অভিনেত্রী জন্মদিন পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ