প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে সাবিলা নূর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৮ মার্চ, ২০২২, ২ years আগে

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে সাবিলা নূর

সাবিলা নূর একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউ টার্ন। এবার প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করতে যাচ্ছেন। দীর্ঘ ৮ বছরের ক্যারিয়ারে এই প্রথম মিউজিক ভিডিওতে কাজ করার কারণ জানিয়ে তিনি বলেন, বিজ্ঞাপনে মডেলিং কিংবা ফটোশুট করা হয়। কিন্তু কখনো মিউজিক ভিডিওর মডেল হইনি। তাই ভাবলাম নতুন একটা কিছু করা যেতেই পারে। পরীক্ষামূলকভাবে কাজটি করেছি।

সাবিলা আরও জানান, এটি স্রেফ ভিডিও নয়। এখানে গল্পও থাকছে। তা ছাড়া ইমরানের গানের জনপ্রিয়তার দিকটাও বিবেচনায় ছিল। এদিকে মিউজিক ভিডিওর গানটির নাম অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি। এটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি গেয়েছেন ইমরান মাহমুদুল। সৈকত রেজার নির্মাণে ভিডিওচিত্রে সাবিলার সঙ্গে মডেলও হয়েছেন গায়ক ইমরান। জানা গেছে, আসন্ন রোজার ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে বিশেষ এই মিউজিক ভিডিও প্রকাশিত হবে।

এদিকে সাবিলা নূর সম্প্রতি অভিনয় করেছেন বহুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজনে। গত ১১ মার্চ থেকে এটি প্রচার শুরু হয়েছে। এতে নাবিলা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা।

সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণ ফোন, নেস্কেফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news