বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে কেয়া-জামশেদে'র 'কথা দিলাম'

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২০ মার্চ, ২০২২, ২ years আগে

বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে কেয়া-জামশেদে'র 'কথা দিলাম'

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে চিত্রনায়িকা কেয়া ও জামশেদ ইসলাম জুটির প্রথম সিনেমা ‘কথা দিলাম’।

রকিবুল আলম রাকিব বলেন, আমার নতুন আরেকটি সিনেমা ‘কথা দিলাম’ বিনা কর্তনে সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে। সিনেমার সাথে জড়িত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন। সেইসাথে সকলকে বলতে চাই শিগগিরই আসছে জসীম উদ্দিনের প্রযোজিত ‘কথা দিলাম।’ যারা এতদিন ধরে অপেক্ষা করে আসছেন, তাদের অপেক্ষার পালা শেষ। খুব শিগগিরই দর্শকরা দেখতে পাবেন আশেপাশের সিনেমা হলে। সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন।

জসিম উদ্দিন আকাশের কাহিনীকারে ‘কথা দিলাম’ সিনেমাতে চিত্রনায়িকা কেয়া ও জামশেদ ইসলাম ছাড়াও অভিনয় করেছেন। এ ছবিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল , শেখ স্বপ্না,শাইলা, হাসিমন,সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।

সিনেমাটির সংগীত পরিচালক করছেন পরাগ বিশ্বাস, এস এই টুটল, আকাশ মাহামুদ, রোহান রাজ। ‘কথা দিলাম’ সিনেমাতে গান গেয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি করসিত দাস।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news