সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে 'রাগী'

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২০ মার্চ, ২০২২, ২ years আগে

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে 'রাগী'

তরুণ নির্মাতা মিজানুর রহমান মিজান নির্মাণ করেছেন ‘রাগী’ সিনেমা। শনিবার ১৯ মার্চ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক মিজানুর রহমান মিজান।

এই সিনেমায় প্রথমবার খল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। ‘রাগী’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আবীর চৌধুরী, আঁচল, মৌমিতা মৌ, সনি রহমান, শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ, আর এফ রোমিও, লায়ন, ব্রুসলি, তনু পান্ডে, তুহিন চৌধুরী, জিয়া তালুকদার, অন্তরা, কাজী হায়াত, খালেদা আকতার কল্পনা, খোরশেদ আলাম খসরু প্রমুখ।

পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। আশা করছি, সব কাজ ঠিক মতো করতে পারলে রোজার ঈদের পরপরই মুক্তি দিতে পারবো।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news