সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন তেলুগু অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ । শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে হায়দরাবাদের গাছিবোলি অঞ্চলে। জানা গিয়েছে, বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। গাড়ি চালাচ্ছিলেন রাঠোর । সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গায়ত্রীর। রাঠোরকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁরও। একই দুর্ঘটনায় গাড়ির নীচে চাপা পড়েও এক মহিলার মৃত্যু হয়। প্রসঙ্গত, নিজের একটি ইউটিউব চ্যানেল চালাতেন গায়ত্রী। বেশ কিছু ওয়েব সিরিজ ও ছোট ছবিতে অভিনয় করেছেন তিনি।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা