গুরুতর অসুস্থ কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৩ মার্চ, ২০২২, ২ years আগে

গুরুতর অসুস্থ কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা

আনোয়ারা একজন বাংলাদেশী কিংবদন্তি অভিনেত্রী । তিনি মোট ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। গুরুতর অসুস্থ দেশের জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা। হারিয়েছেন স্মৃতিশক্তি। কাউকে চিনতে পারছেন না তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন তার মেয়ে রুমানা ইসলাম মুক্তি। তিনি বলেন, মায়ের শারীরিক অবস্থা ভালো নয়। কাউকে চিনতে পারছেন না। এমনকি আমাকেও চিনছেন না। কিছুদিন আগে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তারপর থেকে এই অবস্থা।

মুক্তি আরও জানান, গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় আনোয়ারাকে। সেখানে টানা ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুই দিন আগে তাকে বাসায় আনা হয়েছে। মায়ের চিকিৎসা চলছে। ডাক্তার জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তিনি। চিন্তার কোনো কারণ নেই। তবুও চিন্তা তো হয়। মায়ের জন্য সবার কাছে দোয়া চাই।

এদিকে বুধবার ২৩ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করা হবে। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন তিনি। তবে অসুস্থতার কারণে তিনি সম্মাননা গ্রহণ করতে উপস্থিত হতে পারবেন না। তার মেয়ে মুক্তি পুরুষ্কার নিতে যাবে।

১৯৭২ সালে মুহিতুল ইসলাম মুহিতের সাথে আনোয়ারার বিয়ে হয়। তাদের একমাত্র সন্তানের নাম মুক্তি। তিনিও একজন অভিনেত্রী। তার একমাত্র নাতনী কারিমা ইসলাম দরদী।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news