পরীমণি হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। পাঁচদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) বাসায় ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। খবরটি গণমাধ্যমে পরী নিজেই জানিয়েছেন।
পরী বলেন, শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আগের তুলনায় অনেকটা সুস্থ আছি। চিকিৎসকরে পরামর্শে বাসায় বিশ্রাম নিচ্ছি। হাসপাতাল থেকে ফিরলেও পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। অসুস্থতার বিষয়ে পরীমনি জানান, তার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল, ভিটামিন ডিও কম ছিল। এ ছাড়াও প্রেশার কমে গিয়েছিল। এখনো তার শরীর দুর্বল।
পরীমনি বলেন, মাথা ঘুরে পড়ে যাওয়ার পর চিন্তিত ছিলাম আমার পেটের সন্তান নিয়ে। কারণ পড়ে যাওয়ার পর পেটের একপাশে আঘাত লেগেছিল। বাচ্চার কোনো ক্ষতি হলো কি-না, তা নিয়ে চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলাম। হাসপাতালে ভর্তি হওয়ার বেশ কয়েকটি পরীক্ষার পর ডাক্তার বলেছেন, ভয়ের কিছু নেই। তখন নিজেকে একটু শান্ত রাখতে পারি।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা