আজমেরী হক বাঁধন একজন বাংলাদেশী অভিনেত্রী ও মডেল। তিনি ২০০৬ সালে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতা লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার-আপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি রেহানা মরিয়ম নূর (২০২১) চলচ্চিত্রে অভিনয় করে ভীষন প্রশংসিত হন এবং কান চলচ্চিত্র উৎসবে দর্শকবৃন্দ উঠে দাড়িয়ে অভ্যর্থনা প্রদান করেন।
সম্প্রতি ভারতের কেরালায় 'রেহানা মরিয়ম নূর ' সিনেমাটি প্রদর্শিত হওয়ায় সেখানেও বাঁধন ব্যাপক গুরুত্ব পেয়েছেন দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন । এবার ১৩ এপ্রিল আমেরিকায় উড়াল দিবেন এই অভিনেত্রী। আমেরিকার টেক্সাস এবং নিউইয়র্কে 'রেহানা মরিয়ম নূর' সিনেমাটি প্রদর্শিত হবে। সেখানে দুই সপ্তাহ অবস্থান করে ঈদের আগেই দেশে ফিরবেন বাঁধন।
বাঁধন বলেন, এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে আমি প্রত্যাশার থেকেও বেশি কিছু পাচ্ছি। এটা আমার অভিনয় জীবনের অবিস্মরণীয় একটি ঘটনা। দর্শকের ভালোবাসার কারণেই এমনটি হচ্ছে। তাই খুব হিসাব করে পরবর্তী পদক্ষেপ নিতে হচ্ছে। কারণ দর্শকের কাছে আমার যে অবস্থান তৈরি হয়েছে তা নষ্ট করতে চাই না।
বাঁধন ২০১০ সালে জানুয়ারি মাসে মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেন। ২০১০ সালের ৮ই সেপ্টেম্বর এই দম্পতির কন্যা সায়রা জন্মগ্রহণ করে। ২০১৪ সালের ২৬শে নভেম্বর বাঁধন ও সনেটের বিবাহ বিচ্ছেদ হয়।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা