হাসপাতালে বান্ধবী মালাইকা আরোরাকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ফেরার পথে তার গাড়িচাপায় আহত হয়েছেন এক ফটোসাংবাদিক।
এরই মধ্যে সে সময়কার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, মালাইকার বাড়ি থেকে বের হওয়ার পর কারিনার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সাংবাদিকরা। তখনই অভিনেত্রীর গাড়ির চাকা উঠে যায় একজনের পায়ের উপর। সেসময় গাড়ির বাইরে ছিলেন কারিনা। বিষয়টি দেখে চিৎকার করে উঠেন তিনি!
সেখানেই কিছু সময় দাঁড়িয়ে যান সাংবাদিকের কাছে। সাংবাদিক ঠিক আছেন কিনা সেই খোঁজও নেন কারিনা।ভিডিওটি সোস্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
কারিনা কাপুর হলেন একজন ভারতীয় বলিউড অভিনেত্রী।তিনি অভিনেতা রণধীর কাপুর ও ববিতা শিবদাসানির কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট বোন। প্রায়ই তাকে ঘরোয়াভাবে বেবো বলা হয়,অভিনয় জীবনে তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা