সোনম কাপুর ভারতের মহারাষ্ট্রের মুম্বই শহরে জন্ম করেন। তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি বলিউডের তৈরী চলচ্চিত্রেতে অভিনয় করেন।সোনম কাপুর এবং আনন্দ আহুজার দিল্লির বাড়িতে চুরির ঘটনা সামনে এসেছে সোনম-আনন্দের নতুন দিল্লির বাড়িতে ডাকাতি হয়েছে । বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশ মামলার তদন্তে নেমেছে। সোনম কাপুর এবং আনন্দ আহুজার এই বাড়িটি দিল্লির অমৃতা শেরগিল মার্গে অবস্থিত, যেখানে আনন্দ আহুজার মা প্রিয়া আহুজা, শ্বশুর হরিশ আহুজা এবং তার দাদি সরলা আহুজা থাকেন।
সোনম কাপুরের শাশুড়ি তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলার হাই প্রোফাইলের কারণে, দিল্লি পুলিশ চোরদের ধরতে একটি দলও গঠন করেছে। এবিপি মারাঠির একটি প্রতিবেদন অনুসারে, ১.৪১ কোটি টাকার নগদ ও গয়না চুরি হয়েছে। ২৩ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দেওয়া হয় এ ব্যাপারে পুলিশ হাউসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযোগ অনুসারে, সরলা আহুজা দাবি করেছেন যে তিনি ১১ ফেব্রুয়ারি চুরির কথা জানতে পেরেছিলেন যখন তিনি গয়না এবং নগদ অর্থের জন্য আলমিরা খুললেন। তিনি তার অভিযোগে বলেন, প্রায় ২ বছর আগে শেষবার তিনি গয়না পরীক্ষা করেন। ২৩ ফেব্রুয়ারি থানায় চুরির অভিযোগ দেওয়া হয়।
সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ
আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি বেশ পুরনো হয়ে গেছে কিন্তু পুলিশ চোর ধরতে সব রকম চেষ্টা করছে। শিগগিরই চোরদের ধরা যাবে বলে আশা করছে পুলিশ।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা