উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের মা মারা গেছেন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১০ এপ্রিল, ২০২২, ২ years আগে

উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের মা মারা গেছেন
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

আনজাম মাসুদই বাংলাদেশের একমাত্র উপস্থাপক যিনি আন্তর্জাতিক অঙ্গনে দুইবার জাতীয়ভাবে উপস্থাপনার জন্য সম্মাননা লাভ করেছেন।

প্রথমবার ২০১৮ সালে ভারত থেকে শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন। পরবর্তীতে ২০১৯ সালে আবারো ভারত থেকেই ‘প্রগতি বাংলা অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন তিনি।

জনপ্রিয় এই উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের মা আর নেই। রোববার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বয়স হয়েছিল ৮৬ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আনজাম মাসুদের মা। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন। গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাড়িতে আজ বাদ আসর তাকে দাফন করা হবে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news