হোয়াইট ডিটারজেন্ট পাউডারের শুভেচ্ছাদূত হয়েছেন নিশো

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১০ এপ্রিল, ২০২২, ২ years আগে

হোয়াইট ডিটারজেন্ট পাউডারের শুভেচ্ছাদূত হয়েছেন নিশো
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

আফরান নিশো একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেতা। তিনি ২০০৩ সাল থেকে তিনি ৮০০টিরও বেশি টেলিফিল্ম, ওয়েব সিরিজ এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। কাজী এন্টারপ্রাইজ লিমিটেডের ব্র্যান্ড মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডারের শুভেচ্ছাদূত হয়েছেন আফরান নিশো। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন এ অভিনেতা। চুক্তি অনুযায়ী জনপ্রিয় এই শিল্পী ডিটারজেন্ট পাউডার মি. হোয়াইট-এর প্রচারণা কার্যক্রমে অংশ নিবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের-এর ম্যানেজিং ডিরেক্টর কাজী নাজমুল আবেদিন, সিইও মি. রফিকুল আমীন, হেড অব এইচআর মোহাম্মদ আবু সাইদ ভূইয়া, হেড অব সেলস সুভাস চন্দ্র সরকার, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদ, ব্র্যান্ড ম্যানেজার নাহিদা বেগম এবং প্যাপিরাস কমিউনিকেশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাহবার খান, সিইও কাজী মুশফিকুর রহমান ও ব্র্যান্ড প্লানিং ও সার্ভিসিং ডিরেক্টর জয় চন্দ।

আফরান নিশো বলেন, মি. হোয়াইটের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি মি. হোয়াইট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাদের কাজ আর ইভেন্টের মাধ্যমে মি. হোয়াইটের ব্র্যান্ড ইমেজকে আরও এগিয়ে নিতে পারব।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news