এ ধরনের পিকচার ফেসবুকে অহরহ দেখা যায়। এমনকি এধরণের পিকচার দেখে মানুষ কনফিউজড হয়ে যায় যে আসলে এটা কিভাবে সম্ভব?
হয়তো আপনিও এ পিকচার দেখে ভাবছেন আসলেই ট্রেন কোন পাশ থেকে যাবে! তবে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যেগুলো দেখেন এগুলো অনেকটা এডিটিং পারপাস হয়ে থাকে, আবার কিছু কিছু পিকচার সত্যি সত্যি হয়ে থাকে।
তবে হ্যাঁ আপনি যে পিকচার কে দেখছেন এটা সত্য একটি পিকচার, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের একটি চিত্র যেখানে ট্রেন যাওয়ার জন্য সাধারণ গাড়িগুলোকে সীমিত সময়ের জন্য চলাচল বন্ধ করে দেয়া হয়েছে কিন্তু গাড়িগুলো দু'পাশে দাঁড়িয়ে আছে তাদের ট্রেন কোথা থেকে যাবে?
- ট্রেনটি যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে, সেখান থেকেই ট্রেনটি নিজ গতিতে চলে যাবে। তবে যতটা জানা গেছে পিকচারটি চট্টগ্রামগামী একটি জায়গা থেকে তোলা হয়েছে।