২য় বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো 'ফ্রেন্ডস ভিউ কুরআনের ধ্বনি'

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৩ এপ্রিল, ২০২২, ২ years আগে

২য় বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো 'ফ্রেন্ডস ভিউ কুরআনের ধ্বনি'

২য় বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো "ফ্রেন্ডস ভিউ কুরআনের ধ্বনি "জাতীয় হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। এতে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টেলিভিশন এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব হারুনর রশীদ (সি আই পি) প্রধান আলোচক ছিলেন ড. মোঃ মাসুম চৌধুরী ( কলামিস্ট ও গবেষক ) বিশেষ অতিথি ছিলেন ডাঃ আনোয়ার ফরাজী ইমন(চেয়ারম্যান,ফরাজী হসপিটাল লিঃ) মোঃ কামরুল ইসলাম (সভাপতি, আমাদের আলোকিত সমাজ) আব্দুল মান্নান রানা ( সাঃ সম্পাদক, আমাদের আলোকিত সমাজ) অনুষ্ঠান সভাপতিত্ব করেন জনাব রবি চৌধুরী (চেয়ারম্যান, ফ্রেন্ডস ভিউ এড মিডিয়া এন্ড ইভেন্টেস্), পলাশ ইসলাম (উপদেষ্টা, ফ্রেন্ডস ভিউ) আর.কে. মন্ডল রবিন ( উপদেষ্টা ও প্রধান নিবার্হী) বি.এম. রফিক (উপদেষ্টা, ফ্রেন্ডস ভিউ) সিরাজুল ইসলাম রুবেল ( ম্যানেজিং ডিরেক্টর, ফ্রেন্ডস ভিউ) অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরিয়ান ও মেহেদী। অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব ও আবদুল আল-মামুন। অতিথি বিচারক হিসেবে ছিলেন মহিউদ্দিন সাহেব ( সেক্রেটারি, পিএইচপি কোরআনের আলো)মিডিয়া পার্টনার এশিয়ান টেলিভিশন, হেলথ পার্টনার ফরাজী হসপিটাল লিঃ,পবিত্র কুরআন শরীফ উপহার দিয়েছেন পিসব কুটির শিল্প,স্পন্সর ছিলেন জন্মভূমি ডেভলাপারস, খেয়াল মাল্টিমিডিয়া, আর বি ই এল। "ফ্রেন্ডস ভিউ কোরআনের ধ্বনি" বিজয়ী ১তম হয়েছেন নাহিদ হাসান,২য় হয়েছেন আরিক হাসান, ৩য় হয়েছেন মাসুম বিল্লাহ্। অনুষ্ঠানটি আয়োজন করেন ফ্রেন্ডস ভিউ এড মিডিয়া এন্ড ইভেন্টেস্।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news