নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন।
ইদানীং সামাজিকমাধ্যম ফেসবুকে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নামে ভুয়া পেজ রয়েছে। সেখান থেকে বানোয়াট ভুয়া স্ট্যাটাস ছড়িয়ে পড়ায় বিরক্তি প্রকাশ করেছেন তিশা।
ভক্ত ও অনুসারীদের সতর্ক করেছেন তাই বিভ্রান্তি দূর করতেই শুক্রবার ২২শে এপ্রিল নিজের ভেরিফাইড পেজ থেকে স্ট্যাটাসে তিশা লেখেন, গত কয়েকদিন ধরে দেখছি আমার নামে খোলা একটা ফেইক পেজ থেকে আমার আর ফারুকীর ছবি দিয়ে একটা বানোয়াট স্ট্যাটাস শেয়ার হচ্ছে।
প্রিয় ভাই-বোনেরা, গত কয় দিন ধরে দেখছি আমার নামে খোলা একটা ফেইক পেজ থেকে আমার আর ফারুকীর ছবি দিয়ে একটা বানোয়াট স্ট্যাটাস শেয়ার হচ্ছে। করোনা থেকে সুস্থ হওয়ার পর আমার আর ফারুকীর একটা ছবি আমি শেয়ার করেছিলাম। সেই ছবিটা চুরি করে তার সাথে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লিখেন ঐ ফেইক পেজের অ্যাডমিন!
“সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো” টাইপের কিছু একটা। গত কয়দিনে অনেকেই শেয়ার করেন। আজকে দেখি সেই স্ট্যাটাস থেকে পত্রিকায় নিউজও হয়ে গেছে। আমি এই ফেইক স্ট্যাটাসের জন্য খুবই বিরক্ত।কারন আমার চোখে আমার হাজব্যান্ড দায়িত্বশীলতো বটেই, খুব সুন্দরও।
প্রিয় ভাই-বোনেরা, দয়া করে ঐ ফেক পেজটাকে রিপোর্ট করলে আমি খুবই খুশী হবো ! আর সাংবাদিক ভাই-বোনেরা, দয়া করে চেক করে নিবেন আমার নামে যে কথা প্রচার হচ্ছে সেটা আমার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে কিনা।ধন্যবাদ।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা