জয় চৌধুরী হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক জবান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। ঈদ উপলক্ষে সালমান জুবায়েদের গাওয়া ‘মনের ক্যানভাস’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি বেঁধেছেন জয় চৌধুরী ও জারা টাইরা। এরইমধ্যে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ শেষ হয়েছে। মেহেদি শ্রোতের পরিচালনায় গত বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরা এবং ৩০০ ফিটের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে।
গান প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, গল্পটা বেশ ভালো, এছাড়া গানটিও হৃদয়ে নাড়া দিয়েছে তাই আর লোভ সামলাতে পারিনি। আশা করছি, এখানেও দর্শক নতুনত্বের ছোঁয়া অনুভব করবে।
জারা বলেন, কাজটি করে মন থেকে প্রশান্তি অনুভূত হচ্ছে। ঈদ উপলক্ষে এমন একটি কাজ সত্যিই ভালো লাগার। আশা করি, মিউজিক ভিডিওটি সবাই উপভোগ করবেন।
জানা গেছে ঈদ উপলক্ষে খুব শিগগির ‘মনের ক্যানভাস’ মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা